বেকিং প্রফেশনের সাথে যারা জড়িত আছেন তাদের মোটামুটি সবাই কমবেশী প্যাকেজিং সমস্যার ভুক্তভোগী। আমিও Shimmi’s Recipe নিয়ে এর ব্যতিক্রমে পড়লাম না। ২০১৭ সালের শুরুতে তাই চিন্তা করলাম কিভাবে এ সমস্যার সমাধান করা যায়। শুরু হলো খোজখবর নেয়া। শুরুতে একটা হোচট খেলাম; কারন ফ্যাক্টরীগুলো ছোট করে কোন অর্ডারের প্রডাকশনে যাবে না। শুরু হলো নিজেই প্রডাকশনের প্রস্তুতি। ২০১৭ সালের জানুয়ারী মাসের মাঝামাঝি ফেসবুকে Baking Bazaar গ্রুপে একটি পোষ্ট দেয়ার পর অভুতপুর্ব সারা পেলাম যা কিনা আমাকে উদ্ভুদ্ধ করেছে নতুন করে চিন্তা করার। তার’ই ধারাবাহিকতার জন্ম নিল www.banglaneed.com
আমি ধন্যবাদ জানাই Baking Bazaar গ্রুপের সবাইকে যারা সবার সমস্যার কথা চিন্তা করে আমাকে এ ধরনের একটি উদ্যোগ নিতে সাহায্য করেছেন, গত কিছুদিন যাবত আমাকে নানাভাবে নানারকম পরামর্শ দিয়েছেন এবং আমার আই.টি. টিম; যারা অল্প ক’দিনে এধরনের একটি ইকমার্স সাইটের কাজ সম্পন্ন করেছেন।
সবার ব্যবহারের জন্য সাইটটি আজ থেকে খুলে দেয়া হলো। যে কোন প্রয়োজন, পরামর্শ ও তথ্যের জন্য নিচের লিংকে ক্লিক করে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি
http://www.banglaneed.com/contact/
Bangla Need – এর ফেসবুক পেজ
https://www.facebook.com/BanglaNeed/
www.banglaneed.com সবার জন্য……………
ধন্যবাদান্তে
—অপু সুলতান